আর্থিক সঙ্কট কাটানোর দাওয়াই নিয়ে আসতে পারে নতুন ঋণনীতি

সুদের হার কমার সম্ভাবনা নতুন ঋণনীতিতে

সুদের হার কমার সম্ভাবনা নতুন ঋণনীতিতেদেশের আর্থিক পরিস্থিতি নিয়ে রীতিমত চিন্তিত কেন্দ্রীয় অর্থমন্ত্রক। একদিকে বাড়ছে মুদ্রাস্ফীতি অন্যদিকে কমছে আর্থিক বৃদ্ধির হার। এই পরিস্থিতিতে আজ নতুন ঋণনীতি ঘোষণা করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। 

সঙ্কট কাটাতে একগুচ্ছ দাওয়াই ঘোষণা করা হতে পারে ঋণনীতিতে। রেপো রেট কমানোর সম্ভাবনা রয়েছে ০.২৫ শতাংশ। এই মুহূর্তে রেপো রেট ৮ শতাংশ। ক্যাশ রিজার্ভ রেসিও কমতে পারে প্রায় এক শতাংশের মত। এর আগে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখতে ১২৫ বেসিস পয়েন্ট ক্যাশ রিজার্ভ রেসিও এবং ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছিল শীর্ষ ব্যাঙ্ক। যদিও তাতেও বাগে আসেনি মুদ্রাস্ফীতি। মে মাসের শেষে যা বেড়ে দাঁড়ায় ৭.৫৫ শতাংশে।   






First Published: Monday, June 18, 2012, 11:56


comments powered by Disqus