Last Updated: Tuesday, January 29, 2013, 13:16
টানা ৯ মাস পর স্বল্পমেয়াদী ঋণের হার (রেপো রেট) ০.২৫ শতাংশ কমিয়ে ৭.৭৫ শতাংশ করা হল। মঙ্গলবার ঋণনীতির পর্যালোচনার পর এ কথা ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর ডি সুব্বারাও। স্বাভাবিক ভাবেই, রেপো রেটের ১০০ বেসিস পয়েন্ট নিচে ধার্য হওয়ায় রিজার্ভ রেপো রেট হল ৬.৭৫। এর ফলে ঋণ আরও সহজলভ্য হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। মুদ্রাস্ফীতির মোকাবিলায় ২০১২-র এপ্রিল থেকে রেপো রেট অপরিবর্তিত রেখেছিল রিজার্ভ ব্যাঙ্ক।