Last Updated: November 25, 2012 20:20

লা লিগায় ফের হারল রিয়াল মাদ্রিদ। অ্যাওয়ে ম্যাচে রিয়াল বেটিসের কাছে ০-১ গোলে হেরে গেল হোসে মোরিনহোর দল। ফলে পরপর দুবার লিগ খেতাব জয়ের স্বপ্ন আরও কঠিন হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের কাছে। রবিবার রাতে জিততে পারলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে ১১ পয়েন্টে এগিয়ে যাবে বার্সেলোনা। প্রথমার্ধে দুরন্ত শটে গোল করে রিয়াল বেটিসকে জয় এনে দেন বেনাট। পিছিয়ে পরার পর সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ঝাঁপান রোনাল্ডো,বেনজিমারা। কিন্তু গোলমুখ খুলতে পারেননি রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। করিম বেনজিমার একটা গোল অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। লুকা মদ্রিচ আর কাকা-কে পরিবর্ত হিসাবেও নামিয়েও কাঙ্খিত গোল পায়নি হোসে মোরিনহোর দল।
First Published: Sunday, November 25, 2012, 20:20