Last Updated: January 26, 2014 18:23

একেই বলে ঠাণ্ডায় জমে বরফ। এক মার্কিন ওয়েবসাইটের খবর অনুযায়ী ডেট্রয়েট এক গৃহবধু কলিংবেলের আওয়াজ শুনে তাঁর ঘরের দরজা খুলে দেখেন এক মানুষ বরফে পরিণত হয়ে গিয়েছে। এরপরই সঙ্গে সঙ্গে তিনি খবর দেন পুলিসে। পরে জানা যায় সেই ব্যক্তি মারা গিয়েছেন, এবং বরফে পরিণত হয়ে গিয়েছেন। কি করে এই ঘটনা ঘটল তার তদন্ত চলছে।
এদিকে, এরকম বরফ ঢাকা জানুয়ারি আগে দেখেনি ডেট্রয়েট। পুরনো সব রেকর্ড ভেঙে দিয়েছে এবছরের হাড় কাঁপানো শীত, আর তুষারপাত। শনিবারের তুষারপাতের পর ডেট্রয়েটে একত্রিশ ইঞ্চিরও বেশি পুরু বরফ জমেছে। আরও বেশি তুষারপাতের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। একই অবস্থা শিকাগো, মেরিল্যান্ডেরও।
তুষারপাতের সঙ্গে রয়েছে শৈত্য প্রবাহ। আর এর জেরেই বাতিল করে দেওয়া হয়েছে স্পেশাল অলিম্পিক। প্রায় সাত হাজারেরও বেশি প্রতিযোগীর এই আসরে অংশ নেওয়ার কথা ছিল।
First Published: Sunday, January 26, 2014, 18:23