snow man - Latest News on snow man| Breaking News in Bengali on 24ghanta.com
ঠাণ্ডায় জমে মানুষও এখন বরফ হয়ে যাচ্ছে মার্কিন মুলুকে!

ঠাণ্ডায় জমে মানুষও এখন বরফ হয়ে যাচ্ছে মার্কিন মুলুকে!

Last Updated: Sunday, January 26, 2014, 18:23

একেই বলে ঠাণ্ডায় জমে বরফ। এক মার্কিন ওয়েবসাইটের খবর অনুযায়ী ডেট্রয়েট এক গৃহবধু কলিংবেলের আওয়াজ শুনে তাঁর ঘরের দরজা খুলে দেখেন এক মানুষ বরফে পরিণত হয়ে গিয়েছে। এরপরই সঙ্গে সঙ্গে তিনি খবর দেন পুলিসে। পরে জানা যায় সেই ব্যক্তি মারা গিয়েছেন, এবং বরফে পরিণত হয়ে গিয়েছেন। কি করে এই ঘটনা ঘটল তার তদন্ত চলছে।