Last Updated: August 19, 2012 21:34

সোমবার খুশীর ইদ। তার আগে শনি, রবি মিলিয়ে লম্বা ছুটি। আর ছুটির স্বাদ পেলেই ভ্রমণবিলাসী বাঙালির মন ছুটে চলে দিঘা কিম্বা পুরীর সমুদ্র সৈকতে। এই ৩ দিনের ছুটিতে তাই রেকর্ড ভিড় দিঘায়। প্রায় আড়াই লক্ষ পর্যটক ভিড় করেছেন দিঘায়। পর্যটকদের এই বিপুল সমাগমে হোটেলের ঘরের ভাড়া বাড়িয়েছেন ব্যবসায়ীরা। ফলে সমস্যায় পড়ছেন পর্যটকরা।
ভরা কোটালে অশান্ত সমুদ্র চাক্ষুষ করতে পর্যটকদের ভিড় উপচে পড়েছে দিঘার সমুদ্র সৈকতে। আর এই সুযোগের পূর্ণ সদব্যবহারে লেগে পড়েছেন হোটেল মালিকরা। প্রায় দ্বিগুণ হয়েছে হোটেলের ঘরের ভাড়া। প্রত্যাশিত ভাড়ার দ্বিগুণ ভাড়ায় সমস্যায় পড়ছেন পর্যটকরা। অভিযোগ পুরো বিষয়টি নিয়ে কোনও হেলদোল নেই দীঘা উন্নয়ন পর্যদের। এমনকী দিঘা উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনও নজরদারি। বহু পর্যটকই হোটেল না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
First Published: Sunday, August 19, 2012, 21:40