Last Updated: Sunday, August 19, 2012, 21:34
সোমবার খুশীর ইদ। তার আগে শনি, রবি মিলিয়ে লম্বা ছুটি। আর ছুটির স্বাদ পেলেই ভ্রমণবিলাসী বাঙালির মন ছুটে চলে দিঘা কিম্বা পুরীর সমুদ্র সৈকতে। এই ৩ দিনের ছুটিতে তাই রেকর্ড ভিড় দিঘায়। প্রায় আড়াই লক্ষ পর্যটক ভিড় করেছেন দিঘায়।