অমিতজির সঙ্গে ছবির প্রস্তাব ফেরালেন রেখা

অমিতজির সঙ্গে ছবির প্রস্তাব ফেরালেন রেখা

অমিতজির সঙ্গে ছবির প্রস্তাব ফেরালেন রেখা শেষ দুজনে একসঙ্গে অভিনয় করেছিলেন সিলসিলা ছবিতে। বাকিটা ইতিহাস। তারপর দীর্ঘ ৩২ বছর দর্শক অপেক্ষায় রয়েছে তাঁদের দুজনকে আবার একসঙ্গে রুপোলি পর্দায় দেখতে। কিন্তু অমিতাভ রাজি হলেও, জুটি বাঁধার প্রস্তাব ফিরিয়ে দিলেন রেখা।

নিজের আগামী ছবি ওয়েলকাম ব্যাকে অমিতাভ-রেখাকে নিতে চেয়েছিলেন পরিচালক আনিস বাজমি। অমিতাভ সইও করে ফেলেছেন। তবে প্রস্তাবে নাকচ করেছেন রেখা। অজুহাত, সুপার নানি ছবির জন্য শুটিংয়ের তারিখ দিয়ে ফেলেছেন তিনি।

ইন্দ্র কুমারের ছবি সুপার নানিতে শরমন জোশির নানির ভূমিকায় অভিনয় করছেন রেখা। ছবিত রয়েছেন অনুপম খের, রনধীর কপূরও।


First Published: Tuesday, November 19, 2013, 23:20


comments powered by Disqus