Last Updated: Sunday, September 1, 2013, 20:12
পর্দায় ফিরছে অমিতাভ-রেখা রোম্যান্স। বলিউডে এর থেকে চাঞ্চল্যকর খবর বোধহয় আর কিছু হতে পারে না। এতটাই চাঞ্চল্যকর যে শুনে অনেকে বিশ্বাসই করতে চায় না। তবে খবরটা সত্যি। পর্দায় ফিরছে সিলসিলার রোম্যান্স। ছবির নাম ওয়েলকাম ব্যাক।