Last Updated: February 28, 2012 18:13

অবশেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস! নরওয়ের বাঙালি দম্পতি অনুরূপ ও সাগরিকা ভট্টাচার্যের ২ সন্তানকে তাদের কাকা অরুণাভাস ঘোষের হাতে তুলে দিচ্ছে নরওয়ের চাইল্ড কেয়ার এজেন্সি। মঙ্গলবার ভট্টাচার্য দম্পতির ২ সন্তান অভিজ্ঞান ও ঐশ্বর্যকে তাদের কাকার হাতে তুলে দেওয়ার বিষয়ে অনুমোদন দিল চাইল্ড কেয়ার এজেন্সি। বিষয়টিতে ২৩ মার্চ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত।
এর আগে, নরওয়ে সরকারের উপর চাপ বাড়াতে সোমবার বিশেষ কূটনাতিককে নরওয়ে পাঠায় কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। তাদের বাবা-মাকে না জানিয়েই অভিজ্ঞা ও ঐশ্বর্যর ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করে নরওয়ের চাইল্ড কেয়ার এজেন্সি। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে চাইল্ড কেয়ার এজেন্সিকে চিঠি পাঠায় ভারতের বিদেশমন্ত্রক। চিঠিতে, অভিজ্ঞান ও ঐশ্বর্যর ভিসার মেয়াদ বাড়ানো ব্যাপারে তাদের বাবা-মার সঙ্গে আলোচনা করতে বলা হয় চাইল্ড কেয়ার এজেন্সিকে। ভট্টাচার্য দম্পতির সন্তানদের ভিসা স্টেটাস নিয়েও নরওয়ে কর্তৃপক্ষের কাছে বিস্তারিত রিপোর্টও চায় ভারত।
প্রসঙ্গত, গত বছর মে মাসে নরওয়েতে কর্মরত বাঙালি দম্পতি অনুরূপ ও সাগরিকা ভট্টাচার্যের ৩ বছরের ছেলে অভিজ্ঞান ও এক বছরের মেয়ে ঐশ্বর্যকে কার্যত আটক করে নরওয়ের একটিচাইল্ড কেয়ার এজেন্সি। আটক করার কারণ হিসেবে ওই এজেন্সি জানায়, নিজেদের সন্তানকে ঠিক ভাবে প্রতিপালন করছেন না তাদের বাবা-মা। দীর্ঘ প্রায় ১০ মাস পর ওসলো ও দিল্লির কূটনৈতিক চাপানউতরের পর মঙ্গলবারের সিদ্ধান্ত ভারতের কূটনৈতিক জয় বলেই মনে করা হচ্ছে।
First Published: Tuesday, February 28, 2012, 18:13