Last Updated: Saturday, January 7, 2012, 19:50
বাঙালি দম্পতির হাতে তাঁদের সন্তান ফিরিয়ে দিতে নরওয়ে সরকার উদ্যোগী হলেও তাতে বাধা দিল নরওয়ে চাইল্ডকেয়ার এজেন্সি। নিজেদের সন্তান সঠিকভাবে প্রতিপালন করতে না পারার অভিযোগে বাঙালি দম্পতি-অনুরূপ ও সাগরিকা ভট্টাচার্যর দুই সন্তানকে বেআইনি ভাবে আটকে রেখেছে এই চাইল্ডকেয়ার এজেন্সি।