Republic Day parade to showcase military might, cultural diversity

৬৫তম প্রজাতন্ত্রে দেশ দেখবে জাতীয় অখণ্ডতা

৬৫তম প্রজাতন্ত্রে দেশ দেখবে জাতীয় অখণ্ডতা আজ ৬৫ তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আজ গণতন্ত্রের উৎসব পালনের দিন। ঐতিহাসিক রেড ফোর্ডে বর্ণাঢ্য প্যরেড। দেখা যাবে বহু ভাষাভাষী দেশ ভারতের অখণ্ডতা।

জাপানের প্রধানমন্ত্রী এবারের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।দিল্লির রাজপথে আজ রাজনৈতিক প্রমুখদের চাঁদের হাট। প্রতিবারের ঐতিহ্য মেনে রাষ্ট্রপতি স্যালুট নেবেন প্রণব মুখার্জি।

কলকাতাতেও মহাসমারোহে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। দেশজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে দিল্লি ও কলকাতাকে।

First Published: Sunday, January 26, 2014, 08:47


comments powered by Disqus