Last Updated: May 18, 2013 12:52

অমানবিকতার নয়া নিদর্শন! রিকশা চুরির অপবাদে এক ব্যক্তিকে সারাদিন শিকল দিয়ে বেঁধে রাখা হল। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে। রিকশা মালিক পাঁচু পালের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। পাঁচু পালের একটি চায়ের দোকানও রয়েছে ওই এলাকায়।
পাঁচু পালের রিকশা চালাত মুন্না রানা নামে ওই ব্যক্তি। আইনকে বুড়ো দেখিয়ে মুন্নাকে চব্বিশ ঘণ্টারও বেশি সময় ধরে চায়ের দোকানের সামনে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে পাঁচু পালের বিরুদ্ধে। এই খবর সংগ্রহ করার পরই মুন্না রানাকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। এখনও খোঁজ মেলেনি মুন্না রানার।
First Published: Saturday, May 18, 2013, 12:52