Last Updated: Saturday, May 18, 2013, 12:52
অমানবিকতার নয়া নিদর্শন! রিকশা চুরির অপবাদে এক ব্যক্তিকে সারাদিন শিকল দিয়ে বেঁধে রাখা হল। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে। রিকশা মালিক পাঁচু পালের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। পাঁচু পালের একটি চায়ের দোকানও রয়েছে ওই এলাকায়।