তথ্যের অধিকার আইনে সংশোধন খারিজ

তথ্যের অধিকার আইনে সংশোধন খারিজ

তথ্যের অধিকার আইনে সংশোধন খারিজ তথ্যের অধিকার আইনে সংশোধন আনার প্রস্তাব খারিজ হয়ে গেল আজকের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। আগেই এই প্রস্তাব খারিজ করে দেন ইউপিএ চেয়ারপার্সেন সোনিয়া গান্ধী। এর পাশাপাশি রদবদলের পর এই প্রথম সব মন্ত্রীদের নিয়ে বৈঠকে দেশের আর্থিক পরিস্থিতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী জানান, আর্থিক ঘাটতির পরিমাণ অনেকটাই বেশি হওয়ায় ঘরোয়া বাজারে লগ্নি কমার পাশাপাশি বিদেশি বিনিয়োগও আসছে না। এছাড়াও রয়েছে এ দেশের ওপর বিশ্ব-অর্থনীতির মন্দার প্রভাব। সে কারণেই বৃদ্ধির হার কমে গেছে। পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ কমছে। এর কারণ হিসেবে প্রধানমন্ত্রী তুলে ধরেছেন নিরাপত্তা ও আর্থিক সমস্যার পাশাপাশি জ্বালানির সরবরাহের ব্যবস্থায় ত্রুটির কথা। 

আজ নতুন মন্ত্রীদের নিয়ে নিজের বাসভবনে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম।

First Published: Thursday, November 1, 2012, 14:02


comments powered by Disqus