Last Updated: Monday, September 2, 2013, 22:50
রাজ্যসভায় খাদ্য সুরক্ষা বিল পাস করানো নিয়ে সঙ্কটে ইউপিএ। বাম-বিজেপি সহ একাধিক রাজনৈতিক দল এই বিলে সংশোধনীর আর্জি জানিয়েছে। ২৩৭টি সংশোধনীর আবেদন জমা পড়েছে। এরমধ্যে একটিও গৃহীত হলে সংশোধিত বিল ফের লোকসভায় পাস করাতে হবে সরকারকে। বিলে কোনও পরিবর্তন হলে আদতে তা কংগ্রেসের নৈতিক হার হবে বলে মত রাজনৈতিক মহলের। লোকসভার হার্ডল স্বচ্ছন্দে পেরোতে পারলেও খাদ্য সুরক্ষা বিল নিয়ে রাজ্যসভায় সরকারের পথের কাঁটা হয়ে দাঁড়াল বিরোধীরা। বিল নিয়ে সংসদের উচ্চকক্ষে আলোচনা হয় সোমবার। জমা পড়েছে ২৭৩টি সংশোধনীর আবেদন। বিজেপি, বামেরা ছাড়াও তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, বিজেডি, জেডিইউ সহ একাধিক দল সংশোধনীর আর্জি জমা দিয়েছে. লোকসভায় ইউপিএ-র সংখ্যাগিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় পাল্লা ভারী বিরোধীদের। ফলে সোনিয়া গান্ধীর এই ড্রিম প্রজেক্টের ভবিষ্যত কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিল তড়িঘড়ি পাস করানোর চেষ্টা নিয়ে সরকারকে বিঁধেছে বিজেপি।