Last Updated: February 1, 2014 19:45
লোকাল ট্রেনের কামরায় মিলল কলেজের পরীক্ষার উত্তরপত্র। উত্তরপত্রগুলি দেখতে পান এক নিত্যাযাত্রী। সেগুলি নিয়ে কী করবেন ভেবে না পেয়ে ২৪ ঘণ্টার দফতরে যোগাযোগ করেন তিনি। পরে সেগুলি জিআরপিতে জমা দেন তিনি। খোঁজ নিয়ে দেখা যায়, ওই সব উত্তরপত্র নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র সান্ধ্য কলেজের।
লোকাল ট্রেনে বৈদ্যবাটি থেকে কলকাতায় আসার পথে ট্রেনের কামরায় এক বান্ডিল উত্তরপত্র দেখতে পান বেসরকারি সংস্থার কর্মী ধীরেন গড়াং। সেগুলি নিয়ে কী করবেন বুঝতে না পেরে তিনি যোগাযোগ করেন ২৪ ঘণ্টার দফতরে।
খোঁজ নিয়ে দেখা যায়, সেগুলি নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র সান্ধ্য কলেজের তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞানের উত্তরপত্র। কলেজের অধ্যক্ষ জানান কলেজের শিক্ষক তন্ময় দত্ত ট্রেনে সেগুলি হারিয়ে ফেলেছেন।
তন্ময় দত্তর দাবি, ট্রেনে ঘুমিয়ে প়ডায় নামার সময় তাঁর উত্তরপত্রের কথা খেয়ালে ছিল না। নৈহাটি জিআরপিতে অভিযোগও দায়ের করেন তিনি। হাওড়া জিআরপিতে পরীক্ষার উত্তর পত্রগুলি জমা দিয়েছেন ধীরেন গড়াং।
First Published: Saturday, February 1, 2014, 19:45