exam paper - Latest News on exam paper| Breaking News in Bengali on 24ghanta.com
লোকাল ট্রেনের কামরায় মিলল ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের খাতা

লোকাল ট্রেনের কামরায় মিলল ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের খাতা

Last Updated: Saturday, February 1, 2014, 19:45

লোকাল ট্রেনের কামরায় মিলল কলেজের পরীক্ষার উত্তরপত্র। উত্তরপত্রগুলি দেখতে পান এক নিত্যাযাত্রী। সেগুলি নিয়ে কী করবেন ভেবে না পেয়ে ২৪ ঘণ্টার দফতরে যোগাযোগ করেন তিনি। পরে সেগুলি জিআরপিতে জমা দেন তিনি। খোঁজ নিয়ে দেখা যায়, ওই সব উত্তরপত্র নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র সান্ধ্য কলেজের।