Last Updated: June 5, 2013 19:08

মৃত্যুর মাত্র তিন দিন আগে সত্যান্বেষীর শুটিং শেষ করেছিলেন ঋতুপর্ণ। ভাবা হচ্ছিল ঋতুর ব্যোমকেশ পরিচালক সুজয় ঘোষই হয়ত কাঁধে তুলে নেবেন ছবি শেষ করার দায়িত্ব। শেষপর্যন্ত ঋতুর টিমই কাঁধে তুলে নিল সেই দায়িত্ব। ভেঙ্কটেশ ফিল্মসের সহযোগিতায় সত্যান্বেষীর কাজ শেষ করবেন এডিটর অর্ঘ্যকমল মিত্র, সিনেমোটাগ্রাফার অভীক মুখোপাধ্যায় ও মিউজিক কম্পোজার দেবজ্যোতি মিশ্র।
অর্ঘ্যকমল জানালেন, "আমরা এরমধ্যেই ভেঙ্কটেশের সঙ্গে কথা বলেছি। সাউন্ড বিভাগের বিশ্বদীপ চ্যাটার্জিও রয়েছেন আমাদের সঙ্গে। আমরা চারজন ঋতুর সঙ্গে বহুদিন ধরে কাজ করছি। আশা করছি ঋতুর সিনেমার সংবেদনশীলতা আমরা ধরে রাখতে পারব।" অন্যদিকে দেবজ্যোতি মিশ্র জানিয়েছেন, "আমরা ঋতুর মনের কথা বুঝতাম। আশা করছি সময়মতই কাজ শে, করতে পারব। তবে শ্রীকান্তর(ভেঙ্কটেশ ফিল্মস প্রধান) সাহায্যা ছাড়া কিছুই সম্ভব নয়।"
First Published: Wednesday, June 5, 2013, 19:08