Last Updated: Wednesday, June 5, 2013, 19:08
মৃত্যুর মাত্র তিন দিন আগে সত্যান্বেষীর শুটিং শেষ করেছিলেন ঋতুপর্ণ। ভাবা হচ্ছিল ঋতুর ব্যোমকেশ পরিচালক সুজয় ঘোষই হয়ত কাঁধে তুলে নেবেন ছবি শেষ করার দায়িত্ব। শেষপর্যন্ত ঋতুর টিমই কাঁধে তুলে নিল সেই দায়িত্ব। ভেঙ্কটেশ ফিল্মসের সহযোগিতায় সত্যান্বেষীর কাজ শেষ করবেন এডিটর অর্ঘ্যকমল মিত্র, সিনেমোটাগ্রাফার অভীক মুখোপাধ্যায় ও মিউজিক কম্পোজার দেবজ্যোতি মিশ্র।