Last Updated: February 22, 2014 13:25
চব্বিশ ঘণ্টার খবরের জের। বর্ধমানের ভাতারে নদী ভরাট করে নির্মীয়মান কাগজকলের কাজ বন্ধ করে দিল জেলা প্রশাসন। ভাতারে একটি বেসরকারি সংস্থা খড়ি নদীর তিরে কাগজ কল তৈরির জন্য নদী ভরাটের কাজ চালাচ্ছিল। ঘটনার প্রতিবাদে সরব হন স্থানীয় বাসিন্দারা।
অবিলম্বে নদী ভরাটের কাজ বন্ধ করার দাবি জানিয়ে জেলা শাসকের কাছে লিখিত আবেদন করেন বাসিন্দারা। ২৪ ঘণ্টায় খবর সম্প্রচারের পরেই টনক নড়ে প্রশাসনের। জেলা শাসকের নির্দেশে ভাতার থানার ওসি ও স্থানীয় বিডিও ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন।
First Published: Saturday, February 22, 2014, 13:25