Last Updated: Thursday, November 28, 2013, 09:16
গঙ্গার ভাঙনে নদিয়ার মানচিত্র থেকে মুছে যেতে চলেছে চাকদহ ব্লকের চাঁদুড়িয়া দু নম্বর গ্রামপঞ্চায়েত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি কিছুই। ভাঙন আটকাতে কোনও ব্যবস্থাই নেয়নি সরকার। ফলে চাষের জমি থেকে ঘরবাড়ি একের পর এক সবই চলে যাচ্ছে নদী গর্ভে। অগত্যা সব হারিয়ে প্রায় অর্ধাহারে দিন কাটছে এই সব এলাকার অগুনতি মানুষের।