মালদায় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বরযাত্রী বোঝাই গাড়ির, মৃত ১৬

মালদায় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বরযাত্রী বোঝাই গাড়ির, মৃত ১৬

মালদায় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বরযাত্রী বোঝাই গাড়ির, মৃত ১৬ মালদায় পথদুর্ঘটনায় মৃত্যু হল ১৬জনের। বিয়ে বাড়ি থেকে ফেরার সময়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে বরযাত্রীবোঝাই গাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুরাতন মালদহের কালুয়াদিঘির কাছে রায়গঞ্জগামী গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয় উল্টো দিক থেকে আসা একটি লরির।

গাড়িতে মোট ১৬ জনই যাত্রী ছিলেন। সকলেরই মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৩ জনের। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে ভর্তি করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরে হাসপাতালে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

First Published: Tuesday, February 11, 2014, 09:25


comments powered by Disqus