Last Updated: May 16, 2013 10:22

অবশেষে ২০১৬-এর রিও অলিম্পিকের দরজা খুলতে চলছে ভারতের জন্য। বৃহস্পতিবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জিতেন্দ্র সিং জানালেন ভারতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে চলেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। এক থেকে দু`মাসের মধ্যেই আইওএ-এর উপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেবে আইওসি। গতকাল আইওএ-এর আধিকারিকদের সঙ্গে সুইজারল্যান্ডের লুসানে বৈঠকের পরেই এই কথা জানান জিতেন্দ্র সিং। তিনি জানিয়েছেন ভারতের অলিম্পিক প্রত্যাবর্তনের প্রয়োজনীয় সমস্ত কাজ সম্পন্ন বলেও জানানা তিনি।
জিতেন্দ্র সিং জানিয়েছেন ফের অলিম্পিকে ভারতের অংশগ্রহণের পথ খুলে যাওয়া সারা দেশের জয়।
ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন তাঁরা আইওসিকে বলেছেন যে ``ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন`` (এনএসএফ)-এর ব্যাপারে মোটেও নাকগলাতে চান না। বরং এনএসএফের স্বাধীনতাকে তাঁরা সম্মান করেন বলেও দাবি জানিয়েছেন তিনি। তবে খেলোয়াড়দের স্বার্থেই এনএসএফকে আরও স্বচ্ছ হতে বলেছেন তিনি।
কেন্দ্রীয় ক্রীড়া বিলটির সমালোচনা করলেও আইওসি এই বিলটির প্রস্তাবিত খসড়া নিয়ে সরকারের সঙ্গে কাজ করতে রাজি হয়েছে বলে জানিয়েছেন জিতেন্দ্র সিং।
গতকাল জিতেন্দ্র সিংয়ের সঙ্গে অভিনব বৃন্দা সহ ভারতীয় প্রতিনিধি দল দেখা করে আইওসি আধিকারিকদের সঙ্গে।
First Published: Thursday, May 16, 2013, 10:22