Jitender Singh - Latest News on Jitender Singh| Breaking News in Bengali on 24ghanta.com
অলিম্পিকের দরজা খুলল ভারতের জন্য

অলিম্পিকের দরজা খুলল ভারতের জন্য

Last Updated: Thursday, May 16, 2013, 10:22

অবশেষে ২০১৬-এর রিও অলিম্পিকের দরজা খুলতে চলছে ভারতের জন্য। বৃহস্পতিবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জিতেন্দ্র সিং জানালেন ভারতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে চলেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। এক থেকে দু`মাসের মধ্যেই আইওএ-এর উপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেবে আইওসি। গতকাল আইওএ-এর আধিকারিকদের সঙ্গে সুইজারল্যান্ডের লুসানে বৈঠকের পরেই এই কথা জানান জিতেন্দ্র সিং। তিনি জানিয়েছেন ভারতের অলিম্পিক প্রত্যাবর্তনের প্রয়োজনীয় সমস্ত কাজ সম্পন্ন বলেও জানানা তিনি।