Last Updated: December 1, 2012 19:38

আগামী ৩ ডিসেম্বর বাঁকুড়ার সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তার ঠিক দুদিন আগে ডাকাতির ঘটনা ঘটল সার্কিট হাউসের সামান্য দূরে সাহানা পল্লিতে। শুক্রবার রাত আড়াইটে নাগাদ এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় দুষ্কৃতীদের একটি দল।
ব্যবসায়ী ও তাঁর স্ত্রীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। ওই ব্যবসায়ীর অভিযোগ, সোনার গয়না, নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে তাঁরা। মুখ্যমন্ত্রীর সফরের আগে এই ডাকাতির ঘটনায় জেলা পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
First Published: Saturday, December 1, 2012, 19:38