Last Updated: September 15, 2012 10:44

হাওড়া থেকে দিল্লি কালকা মেলে ডাকাতির ঘটনা ঘটল। শনিবার ভোর তিনটে নাগাদ গয়া ও সাসারামের মধ্যবর্তী অঞ্চলে সাত থেকে দশজনের ডাকাতদল হানা দেয় ট্রেনে। এস-সিক্স ও এস-সেভেন কোচে অবাধে লুঠপাট চালায় দুষ্কৃতীরা।
অভিযোগ, মহিলা-শিশু নির্বিশেষে যাত্রীদের ব্যাপক মারধর করা হয়। আততায়ীদের কাছে ছুরির পাশাপাশি আগ্নেয়াস্ত্রও ছিল। ডাকাতের হামলায় দু`জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। যাত্রীদের অভিযোগ, প্রায় ঘণ্টা দেড়েক ধরে লুঠপাট চললেও ঘটনাস্থলে কোনও আরপিএফ জওয়ান ছিলেন না। মোগলসরাই স্টেশনে ট্রেন পৌঁছলে অভিযোগ জানান যাত্রীরা। আহতদের রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
First Published: Saturday, September 15, 2012, 10:44