Last Updated: May 7, 2014 11:09

ফের যমজ সন্তানের বাবা হলেন টেনিস কিংবদন্তি রজার ফেডেরার। যমজ কন্যার পর এবার যমজ পুত্রের বাবা হলেন সুইস ফেড এক্সপ্রেস। মঙ্গলবার রাতে তাঁর স্ত্রী মিরকা যমজ পুত্র সন্তানের জন্ম দেন ৷ এই ঘটনাকে অবিশ্বাস্য বলে ফেডেরার টুইট করলেন মিরকা আর আমি খুব খুশি। ( "Mirka and I are so incredibly happy to share that Leo and Lenny were born this evening! #TwinsAgain#Miracle." )
২০০৯-এর জুলাইয়ে যমজ কন্যার বাবা হলেছিলেন ফেডেরার। যমজ কন্যার নাম দিয়েছিলেন মায়লা রোজ ও শার্লিন রিভার পর ফের জোড়া সন্তানের বাবা হতে চলেছেন রজার ফেডেরার। ফেডেরার ও মিরকা ২০০৯-এ বিয়ে করেন বাসেলে। ১৭ গ্র্যান্ড স্ল্যামের মালিক কন্যাদের সঙ্গে সময় কাটাতে দারুণ ভালবাসেন। ফেড এক্সপ্রেস নিজেই বলেছেন, অবসরে দুই মেয়ের সঙ্গে খেলতে দুর্দান্ত লাগে!
ফেডেরার আগেই জানিয়েছিলেন, এবারও তিনি ও তাঁর স্ত্রী যমজ সন্তানের অপেক্ষায় আছেন।
First Published: Wednesday, May 7, 2014, 11:13