Last Updated: Wednesday, June 5, 2013, 22:44
অঘটন ঘটে গেল রোলাঁ গ্যারোয়। সঙ্গার কাছে হেরে বিদায় নিলেন রজার ফেডেরার। মাত্র ৫১ মিনিটে ফেড এক্সপ্রেসকে স্ট্রেট সেটে ৭-৬, ৬-৪, ৬-৩তে উড়িয়ে দিলেন সঙ্গা। অন্যদিকে এ দিন কোয়ার্টার ফাইনালে লড়ে জিতলেন গতবারের চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। প্রথম সেটে হেরেও প্রতিপক্ষ অসাধারণ কামব্যাক করেন মাশা। জেলেনা জানকোভিচকে ০-৬, ৬-৪, ৬-৩ হারিয়ে সেমিফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কার মুখোমুখি শারাপোভা।