Last Updated: April 12, 2014 19:21

ম্যান ইউ কোচ ডেভিড মোয়েসের অস্বস্তি বাড়াল ওয়েন রুনির চোট। পায়ের পাতার চোটের জন্য বাকি মরসুম থেকেই কার্যত ছিটকে গেলেন ইংলিশ স্ট্রাইকার। রুনির পায়ের পাতায় চিড় রয়েছে। তাই মনে করা হচ্ছে মরসুমের বাকি পাঁচটা ম্যাচে হয়ত রুনিকে পাবেন না ম্যান ইউ কোচ। মরসুমের বাকি ম্যাচগুলোয় রুনি অনিশ্চিত হলেও, বিশ্বকাপে ইংলিশ স্ট্রাইকারের খেলা নিয়ে কোনও অনিশ্চয়তা নেই বলেই মনে করা হচ্ছে। ম্যান ইউয়ের চিকিতসকরা মনে করছেন, যে পুরো ফিট হয়েই বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলতে পারবেন ওয়েন রুনি।
এদিকে, চলতি বছরের চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের সেমিফাইনালের লাইনআপ ঠিক হয়ে গেল। সুইজারল্যান্ডের নিওনে ড্রয়ের মাধ্যমে ঠিক হওয়া সেমিফাইনালে ক্রীড়াসূচি ঘোষিত হল। প্রথম সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ খেলবে ন বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে। অন্য সেমিফাইনালে ২০১২ চ্যাম্পিয়ন চেলসির মুখোমুখি এবারের চমক আতলেতিকো মাদ্রিদ।
প্রথম সেমিফাইনালের প্রথম সাক্ষাতে পেপ গুয়ার্দিওলার দেশের বিরুদ্ধে ২২ এপ্রিল ঘরের মাঠ স্যান্টিয়াগো বারনাবিউতে খেলবেন রোনাল্ডোরা। পরদিন দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে মাদ্রিদে ঘরের মাঠে মরিনহোর দলের বিরুদ্ধে খেলবে আতলেতিক মাদ্রিদ। ২৯ এপ্রিল ফিরতি লেগে মুখোমুখি বায়ার্ন -রিয়াল। ৩০ এপ্রিল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি চেলসি চেলসি-আতলেলতিকো।
ফাইনাল পর্তুগালের লিসবনে, ২৪ মে।
কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শেষ চারে ওঠে বায়ার্ন মিউনিখ। আর দুটো ধাপ পেরোলেই প্রথম দল হিসাবে চ্যাম্পিয়ন্স লিগ পরপর দুবার জিতবে বায়ার্ন। অন্যদিকে, ২০০২ সালের পর এই প্রথমবার কাপ জয়ের লক্ষ্যে রিয়াল মাদ্রিদ।
First Published: Saturday, April 12, 2014, 19:21