Last Updated: Saturday, April 12, 2014, 19:21
ম্যান ইউ কোচ ডেভিড মোয়েসের অস্বস্তি বাড়াল ওয়েন রুনির চোট। পায়ের পাতার চোটের জন্য বাকি মরসুম থেকেই কার্যত ছিটকে গেলেন ইংলিশ স্ট্রাইকার। রুনির পায়ের পাতায় চিড় রয়েছে। তাই মনে করা হচ্ছে মরসুমের বাকি পাঁচটা ম্যাচে হয়ত রুনিকে পাবেন না ম্যান ইউ কোচ। মরসুমের বাকি ম্যাচগুলোয় রুনি অনিশ্চিত হলেও, বিশ্বকাপে ইংলিশ স্ট্রাইকারের খেলা নিয়ে কোনও অনিশ্চয়তা নেই বলেই মনে করা হচ্ছে। ম্যান ইউয়ের চিকিতসকরা মনে করছেন, যে পুরো ফিট হয়েই বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলতে পারবেন ওয়েন রুনি।