ডেঙ্গিতে মৃত্যু নিয়ে সংসদে ভুল তথ্য পেশ কাকলির

ডেঙ্গিতে মৃত্যু নিয়ে সংসদে ভুল তথ্য পেশ কাকলির

ডেঙ্গিতে মৃত্যু নিয়ে সংসদে ভুল তথ্য পেশ কাকলির তৃণমূল কংগ্রেস সাংসদ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্যে বিভ্রান্তি তৈরি হল। শুক্রবার লোকসভায় দাঁড়িয়ে তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার দাবি করেন, এ রাজ্যে ডেঙ্গিতে কারও মৃত্যু হয়নি। ডেঙ্গি প্রতিরোধে রাজ্যের ভূমিকার প্রশংসা করেন তিনি। অন্যদিকে পরিসংখ্যান দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদের বক্তব্য, কাকলিদেবীর দেওয়া তথ্য আদৌ ঠিক নয়।  

চলতি বছরের নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে মৃতের সংখ্যা পঞ্চাশেরও বেশি। প্রথম দিকে অবশ্য ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা মানতেই চায়নি রাজ্য সরকার। তবে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের ওয়েবসাইট অনুযায়ী, নভেম্বরের ২৯ তারিখ পর্যন্ত ডেঙ্গিতে মৃতের সংখ্যা ১১। অথচ লোকসভায় শুক্রবার এনিয়ে সম্পূর্ণ ভিন্ন তথ্য দিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার।  
 
যদিও তৃণমূল সাংসদের এই তথ্যকে সরাসরি খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ। তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারের দাবি, তিনি রাজ্য সরকারের রিপোর্ট থেকেই তথ্য উদ্ধৃত করেছেন। অথচ স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে রয়েছে অন্য তথ্য। প্রশ্ন উঠছে, তাহলে কি স্বাস্থ্য দফতর এবং রাজ্য সরকারের দেওয়া তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে? নাকি ডেঙ্গি নিয়ে প্রকৃত তথ্য আড়াল করার চেষ্টা চলছে।


First Published: Friday, November 30, 2012, 19:38


comments powered by Disqus