Last Updated: July 25, 2013 17:53

জর্জ অ্যালেক্সজান্ডার লুই। এই নামই এখন ঘুরছে সকলের মুখে মুখে। ব্রিটেনের সিংহাসনের উত্তরসূরির এই নামই রেখেছেন ডিউক ও ডাচেস অফ কেমব্রিজ। কিন্তু নামের পিছনে লুকিয়ে রয়েছে কোন রহস্য?
জানা গিয়েছে পুত্রসন্তান জন্মের আগে থেকেই নাকি ফেভরিট হয়ে গিয়েছিল রানি এলিজাবেথের মধ্যম নাম অ্যালেক্সান্দ্রা। লুই ছিল সবথেকে সম্ভাব্য নাম। প্রিন্স ফিলিপের কাকা, ভারতের শেষ ভাইসরয় লুই মাউন্টব্যাটেনের নামানুসারে বেবি অফ কেমব্রিজের তৃতীয় নাম লুই। মাউন্টব্যাটেনের বাবা লুই অফ ব্যাটেনবার্গ ছিলেন উইলিয়ামের প্র-প্র-পিতামহ। উইলিয়ামের মধ্যম নামও লুই।
লুই যদি রাজপরিবারের ইতিহাস বোঝায়, তবে জর্জের সঙ্গে জুড়ে রয়েছে সিংহাসনের ঐতিহ্য। প্রথম জর্জ ইংল্যান্ডে রাজ সিংহাসনের প্রতিষ্ঠা করেছিলেন। তারপর জর্জ নামের আরও পাঁচ জন বসেছেন রাজ সিংহাসনে। এর আগে ইংল্যান্ড বা যুক্তরাজ্যের কোনও রাজার নাম অ্যালেক্সজান্ডার না হলেও স্কটল্যান্ডের ৩ জন রাজের নাম ছিল অ্যালেক্সজান্ডার। তবে অ্যালেক্সজান্ডার দ্য গ্রেটই এখনও বিশ্বের সেরা যোদ্ধা। ম্যাসিডনিয়ার দুই রাজা ও বাইজানটাইন সম্রাটের নামও ছিল অ্যালেক্সজান্ডার।
First Published: Thursday, July 25, 2013, 17:53