Last Updated: September 6, 2013 23:30

আরএসপি নেতা খুনের ঘটনায় বাসন্তী ব্লকে শনিবার বারো ঘণ্টার বনধ ডাকল বামফ্রন্ট। গতকাল রাতে খুন হন আরএসপি নেতা মিন্টু ইসলাম মোল্লা। বাড়ি ফেরার পথে গুলি করে খুন করা হয় তাঁকে। মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানোও হয়। বাসন্তী পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি ছিলেন মিন্টু ইসলাম মোল্লা। বাসন্তী থানা থেকে কার্যত ঢিল ছোঁড়া দূরত্বে রামচন্দ্রখালি এলাকায় তাঁকে খুন করে দুষ্কৃতীরা। ঘটনায় অভিযোগের তির উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
আজ ওই এলাকায় যান বাম নেতা ক্ষিতি গোস্বামী, সূজন চক্রবর্তী, কান্তি গাঙ্গুলি, সুভাস নষ্কর। ঘটনার জেরে থমথমে বাসন্তী। রাস্তাঘাট শুনশান। আজ ঘটনাস্থলে যাচ্ছেন বাম নেতারা।
First Published: Saturday, September 7, 2013, 10:39