Last Updated: Wednesday, December 12, 2012, 21:58
বিধানসভার মধ্যে মহিলা বাম বিধায়ক দেবলীনা হেমব্রমের নিগ্রহ ও হেনস্থার ঘটনায় সমালোচনার ঝড় উঠল রাজনৈতিক মহলে। বামফ্রন্টের তিন শরিক আরএসপি, ফরওয়ার্ড ব্লক ও সিপিআই-এই ইস্যুতে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছে। তাঁদের মতে, তৃণমূল কংগ্রেসের হাতে রাজ্য যে আর নিরাপদ নয়, তা মানুষ বুঝতে পারছেন। এর প্রভাব আগামী নির্বাচনে পড়বে বলে মনে করছে বাম শরিকরা।