Last Updated: August 6, 2013 12:09

পতনের নিত্যনতুন রেকর্ড কায়েমের `ঐতিহ্য` আজ আর এক বার বজায় রাখল টাকা। সর্বকালীন রেকর্ড ভেঙে এক ডলারের নিরিখে টাকার মূল্য দাঁড়াল ৬১.৮০। ভারতীয় ব্যাঙ্ক গুলি ও আমদানীকারিদের কাছে ডলারের চাহিদা বেড়ে যাওয়ার ফলে দাম কমল টাকার। যদিও বিশ্ব বাজারে ডলারের চাহিদা কমেছে।
সোমবার মার্কেট বন্ধ হওয়ার সময় এক ডলারের নিরিখে টাকার মূল্য ছিল ৬০.৮৮।
এর আগে জুলাইয়ের ৮তারিখ টাকার পতন সর্বোচ্চ। ওই দিন ডলারের নিরিখে টাকার মূল্য ছিল ৬১.২১। আজ সেই রেকর্ডও ভেঙে ফেলল টাকা।
মঙ্গলবার সকাল ১০টা ৩০মিনিটে সেনসেক্সেরও ১৯৪.৪৪ পয়েন্ট পতন হয়েছে।
First Published: Tuesday, August 6, 2013, 16:06