Last Updated: Tuesday, August 6, 2013, 12:09
পতনের নিত্যনতুন রেকর্ড কায়েমের `ঐতিহ্য` আজ আর এক বার বজায় রাখল টাকা। সর্বকালীন রেকর্ড ভেঙে এক ডলারের নিরিখে টাকার মূল্য দাঁড়াল ৬১.৮০। ভারতীয় ব্যাঙ্ক গুলি ও আমদানীকারিদের কাছে ডলারের চাহিদা বেড়ে যাওয়ার ফলে দাম কমল টাকার। যদিও বিশ্ব বাজারে ডলারের চাহিদা কমেছে।