Last Updated: December 13, 2011 13:22

প্রতি দিনই নতুন রেকর্ড গড়ছে টাকার অধোগতি! বুধবার ডলারের তুলনায় টাকার দাম সর্বনিম্ন ৫৩ টাকা ৭৫ পয়সায় নেমে গিয়েছিল। বৃহস্পতিবার তা আরও কমে দাঁড়াল ডলার প্রতি ৫৪ টাকায়।
এর আগে কখনও টাকার দাম এত নিচে নামেনি। চলতি বছরের অক্টোবরে শিল্পোত্পাদনের হার ৫.১% কমে যাওয়ায় টাকার দামের এই ক্রমাবনতি বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহেই সরকার স্বীকার করেছিল, চলতি বছরে রফতানির পরিমাণ ভুল করে নয় বিলিয়ন ডলার বেশি দেখানো হয়েছে। গত সপ্তাহে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় জানান, ভর্তুকি বাবদ সরকারের খরচ এক লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে। এসবের জেরে রাজস্ব ঘাটতি বাড়ায় আশঙ্কায় টাকার দাম পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত জুলাই থেকে এখনও পর্যন্ত টাকার মূল্য কুড়ি শতাংশের বেশি কমে গেছে। য়ার প্রত্যক্ষ নেতিবাচক প্রভাবে ফের বাড়তে চলেছে পেট্রোলের দাম।
First Published: Thursday, December 15, 2011, 10:46