ফের পড়ল টাকার দাম

ফের পড়ল টাকার দাম

ফের পড়ল টাকার দামমঙ্গলবার আরও একবার পড়ল টাকার দাম। ডলারের তুলনায় টাকার দাম ফের পঁয়ত্রিশ পয়সা পড়েছে। ডলারের সঙ্গে টাকার বিনিময় মূল্য নেমে গিয়েছে বাহান্ন টাকা পঞ্চাশ পয়সায়। এর ফলে সবথেকে বিপাকে পড়ার আশঙ্কা রয়েছে রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাগুলির। কারণ, তেল ও গ্যাসের চাহিদা মেটানোর জন্য বেশিরভাগই আমদানি করতে বাধ্য হয় তারা। এবং ডলারেই তার দাম মেটাতে হয়। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই ধাক্কায় টাকার দাম কমে প্রতি ডলারে পঞ্চান্ন টাকা পর্যন্ত আসতে পারে। আন্তর্জাতিক বাজারে ডলারের চাহিদা বেড়ে যাওয়ার কারণেই এই বিপত্তি। ডলারের সাপেক্ষে টাকার দাম কমে যাওয়ার প্রভাব পড়েছে শেয়ার বাজারেও।  

First Published: Tuesday, November 22, 2011, 12:15


comments powered by Disqus