Last Updated: Wednesday, August 21, 2013, 22:54
আরও তলিয়ে গেল টাকা। ডলারের তুলনায় টাকার দামে রেকর্ড পতন ঘটেছে। আজ মার্কিন ডলারের বিনিময়মূল্য নেমে দাঁড়ায় ৬৪টাকা ৫২ পয়সা। এই নিয়ে টানা ৫ দিন টাকার দামের পতন ঘটল। টাকার দামের সঙ্গে পড়েছে শেয়ার বাজারও। আজ ৩৪০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। বাজার বন্ধের সময় সেনসেক্স ছিল ১৭৯০৫, যা গত ১১ মাসের মধ্যে সর্বনিম্ন। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সূচক নিফটিও প্রায় ৯৯ পয়েন্ট পড়ে গেছে। একদিকে টাকার দামের পতন, অন্যদিকে মার্কিন অর্থনীতির হাল ফেরার ইঙ্গিত- এই দুয়ের জেরেই শেয়ার বাজারের নিম্নগতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।