Last Updated: November 22, 2011 11:07

সলমন রুশদির বিতর্কিত উপন্যাস 'মিডনাইটস্ চিলড্রেন' নিয়ে সিনেমা করতে চলেছেন দীপা মেহতা।
দীপা এই খবর ঘোষণা করার পর থেকেই বলিউডের কোনও কোনও সূত্র থেকে শোনা যাচ্ছিল, রাহুল বোস উপন্যাসের মুখ্য চরিত্র সালিম সিনাই-এর ভূমিকায় অভিনয় করতে চলেছেন। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আপাতত জানা গেল, রাহুল অভিনয় করছেন জুলফিকারের চরিত্রে। তাঁর স্ত্রী এমারেল্ডের ভূমিকায় অভিনয় করছেন অনিতা মজুমদার। 'তারে জমিন পর' খ্যাত দর্শিল সাফারি এবং আমেরিকান অভিনেতা সত্য ভাবা সালেম সিনাইয়ের ছোটবেলা এবং পরিণত সালেমের ভূমিকায় অভিনয় করছেন। সিনেমাটির অন্যান্য ভূমিকায় আছেন শবানা আজমি, অনুপম খের, সাহানা গোস্বামী, কুলভূষণ খরবন্দা, বিনয় পাঠক এবং রণবীর শোরে।
First Published: Tuesday, November 22, 2011, 11:23