Last Updated: Tuesday, November 22, 2011, 11:07
সলমন রুশদির বিতর্কিত উপন্যাস `মিডনাইটস চিলড্রেন` নিয়ে সিনেমা করতে চলেছেন দীপা মেহতা। দীপা এই খবর ঘোষণা করার পর থেকেই বলিউডের কোনো কোনো সুত্র থেকে শোনা যাচ্ছিল যে রাহুল বোস উপন্যাসের মুখ্য চরিত্র সালিম সিনাই-এর ভুমিকায় অভিনয় করতে চলেছেন।