শিল্ডে খেলতে চায় রাশিয়ার চ্যাম্পিয়ন ক্লাব

শিল্ডে খেলতে চায় রাশিয়ার চ্যাম্পিয়ন ক্লাব

শিল্ডে খেলতে চায় রাশিয়ার চ্যাম্পিয়ন ক্লাবআই এফ এ শিল্ডে খেলার ইচ্ছাপ্রকাশ করল রাশিয়ার চ্যাম্পিয়ন ক্লাব রুবিন কাজান। গত চার বছরের মধ্যে তিন বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে রাশিয়ার এই দলটি। চলতি মরসুমে ইউরোপা কাপের দ্বিতীয় পর্যায়েও পৌঁছেছে তারা। আইএফএ শিল্ডের সময় তাদের কোনও খেলা নেই। রাশিয়া বরফে ঢাকা থাকে সেই সময়। তাই দলকে খেলার মধ্যে রাখতে কলকাতায় খেলতে চায় রাশিয়ার চ্যাম্পিয়ন ক্লাবটি।
 

রাশিয়ার চ্যাম্পিয়ন ক্লাবটি কলকাতায় খেলতে এলে,তা ফুটবলের শহরের কাছে বিরাট প্রাপ্তি হবে বলে মনে করছেন আইএফএ সচিব। রুবিন কাজান ছাড়াও আইএফএ শিল্ডে খেলার জন্য সার্বিয়ার চ্যাম্পিয়ন ক্লাব রেড স্টার আর নিউজিল্যান্ডের প্রথম সারির একটা দলের সঙ্গেও কথাবার্তা  চালাচ্ছেন আইএফএ সচিব উতপল গাঙ্গুলি।





First Published: Sunday, February 3, 2013, 21:36


comments powered by Disqus