Last Updated: Sunday, February 3, 2013, 21:33
আই এফ এ শিল্ডে খেলার ইচ্ছাপ্রকাশ করল রাশিয়ার চ্যাম্পিয়ন ক্লাব রুবিন কাজান। গত চার বছরের মধ্যে তিন বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে রাশিয়ার এই দলটি। চলতি মরসুমে ইউরোপা কাপের দ্বিতীয় পর্যায়েও পৌঁছেছে তারা। আইএফএ শিল্ডের সময় তাদের কোনও খেলা নেই। রাশিয়া বরফে ঢাকা থাকে সেই সময়। তাই দলকে খেলার মধ্যে রাখতে কলকাতায় খেলতে চায় রাশিয়ার চ্যাম্পিয়ন ক্লাবটি।