Last Updated: August 23, 2013 14:03

ফের ফিক্সিং কেলেঙ্কারির ছায়া ভারতের ক্রীড়া আকাশে। তবে এবার ক্রিকেট নয়। ফিক্সিং বিতর্ক উঠল কুস্তিতে। অভিযোগ আনলেন ভারতের কিংবদন্তী কুস্তিগীর সুশীল কুমার। পরপর দুটি অলিম্পিকে পদকজয়ী এই কুস্তিগীর জানিয়েছেন ২০১০-মস্কোয় বিশ্বচ্যাম্পিয়নশিপের সময় ফাইনালে কয়েক কোটি টাকার বিনিময়ে ম্যাচ ছেড়ে দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন তিনি।
একটি বহুল প্রচারিত ইংরেজি দৈনিকে সুশীল কুমার জানিয়েছেন, ফাইনালের প্রস্তুতির সময় ভারতীয় ক্যাম্পের এক সদস্য তাঁর কাছে এসে জানান এক রাশিয়ান সুশীলের সঙ্গে দেখা করতে চান। ফাইনালে সুশীল কুমারের প্রতিদন্ধী ছিলেন রাশিয়ান কুস্তিগীর অ্যালান জোগেভ।
ওই রাশিয়ান ব্যক্তি কয়েক মোটা অঙ্কের টাকার বিনিময়ে সুশীলকে ম্যাচ ছেড়ে দিতে বলেন। ``ওই ব্যক্তির কথা শুনে আমি চমকে উঠে ছিলাম। ম্যাচ ছেড়ে দেওয়ার জন্য আমাকে কয়েক কোটি টাকার দেবে বলেছিল ও।`` সংবাদপত্রকে জানিয়েছেন সুশীল।
তবে অলিম্পিক পদক জয়ী সুশীল কুমার হেলায় ফিরিয়ে দিয়েছিলেন কয়েক কোটি টাকার প্রস্তাব। `` এটা দু`-তিন কোটি টাকার বিষয় নয়। এটা সম্মানের প্রশ্ন। যার সঙ্গে সমঝোতা করা যায় না।``
First Published: Friday, August 23, 2013, 14:03