Last Updated: Friday, August 23, 2013, 14:03
ফের ফিক্সিং কেলেঙ্কারির ছায়া ভারতের ক্রীড়া আকাশে। তবে এবার ক্রিকেট নয়। ফিক্সিং বিতর্ক উঠল কুস্তিতে। অভিযোগ আনলেন ভারতের কিংবদন্তী কুস্তিগীর সুশীল কুমার। পরপর দুটি অলিম্পিকে পদকজয়ী এই কুস্তিগীর জানিয়েছেন ২০১০-মস্কোয় বিশ্বচ্যাম্পিয়নশিপের সময় ফাইনালে কয়েক কোটি টাকার বিনিময়ে ম্যাচ ছেড়ে দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন তিনি।