Last Updated: February 22, 2013 23:38

জলঙ্গির পর কুলপি। ধর্মঘট মোকাবিলায় শাসকদলের বিরুদ্ধে ফের গুণ্ডামির অভিযোগ। মুর্শিদাবাদের জলঙ্গিতে কান কাটা গেছে পঞ্চায়েত কর্মীর। আর, দক্ষিণ ২৪ পরগনার কুলপির ইটভাটা শ্রমিকের বাঁ চোখ নষ্ট হওয়ার মুখে।
বুধবার ধর্মঘটের দিন অফিসে না আসার শাস্তি। জলঙ্গির দেবীপুর গ্রাম পঞ্চায়েতের এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হজরত ওমরের কান কেটে নেওয়া হয়। পরের দিন বৃহস্পতিবার। ধর্মঘটের সমর্থনে মিছিল করছিলেন কুলপির মশামারি গ্রামের বাসিন্দা, পেশায় ইটভাটার শ্রমিক গোপাল মাঝি। সে কারণে হামলা হয় তাঁর ওপর। রডের আঘাতে তাঁর বাঁ চোখের দৃষ্টি ৯০ শতাংশ নষ্ট হয়ে গেছে।
জলঙ্গির মতো কুলপিতেও অভিযোগের তির তৃণমূলের দিকে। পুলিসের সামনেই গোপালবাবুর ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ। প্রথমে ডায়মন্ড হারবার হাসপাতাল, পরে, ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় তাঁকে। গোপাল মাঝির ওপর হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদার সহ ছ`জনের বিরুদ্ধে কুলপি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
First Published: Friday, February 22, 2013, 23:38