বিতর্ক থেকে মুক্তি তেন্ডুলকরের, Sachin Fined by BMC

বিতর্ক থেকে মুক্তি তেন্ডুলকরের

বিতর্ক থেকে মুক্তি তেন্ডুলকরের জরিমানা দিয়ে বিতর্ক থেকে মুক্তি পেলেন সচিন তেন্ডুলকর। নিজের স্বপ্নের ঘরে প্রবেশ করার আগেই বিতর্কের মুখে পড়েছিলেন সচিন। মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের অভিযোগ ছিল সচিন তাঁর বাড়িতে প্রবেশ করার আগে বিএমসির থেকে ছাড়পত্র নেননি। তারপরই বিএমসিকে চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা দিয়ে ভুল শোধরালেন সচিন।

First Published: Thursday, October 20, 2011, 16:31


comments powered by Disqus