Last Updated: Friday, June 20, 2014, 14:13
বাসিন্দাদের বিক্ষোভে ক্যাম্পা কোলা সোসাইটি ছেড়ে গেলেন বিএমসি আধিকারিকরা। স্থগিত রাখা হল উচ্ছেদের কাজ। বেআইনি আবাসন ভাঙতে এসে ক্যাম্পা কোলা সোসাইটির বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়লেন বিএমসি আধিকারিকরা। বাসিন্দেদের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করতে পারে বিএমএস। শীর্ষ আদালতের নির্দেশ, ভেঙে গুঁড়িয়ে দিতে হবে আবাসন।