Last Updated: November 13, 2013 15:39
আগামিকালই সচিন তেন্ডুলকর খেলতে চলেছেন তাঁর ক্রিকেটজীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ। সচিন যেন ক্রিকেটের একটা প্রতিশব্দ হয়ে দাঁড়িয়েছেন। কখনও যেন তাঁর ব্যাটিং দেখাটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। সচিনের অবসরগ্রহণে মুহূর্তে থাকল আপনাদের জন্য একটা প্রশ্ন-
আচ্ছা এতগুলো বছর ধরে সচিন তো আসলে পরীক্ষাই দিয়ে এলেন। কখনও বাউন্সারের সামনে, কখনও সবুজ পিচে আক্রাম, ডোনাল্ড, ম্যাকগ্রা,আখতারদের সামনে, কখনও দেশের একশো কোটি মানুষের প্রত্যাশার সামনে,কখনও আবার পুরো ক্রিকেটের কেলেঙ্কারি, কালো অধ্যায়ের সামনে আসলে পরীক্ষাই তো দিলেন সচিন । কাল থেকে যে কোনও সময় তাঁর পরীক্ষা শেষের ঘণ্টা বাজছে। আচ্ছা বলুন তো আপনি যদি পরীক্ষক হতেন তাহলে সচিন তেন্ডুলকরকে কত নম্বর দিতেন। জানান নিচে কমেন্ট সেকশনে। সঙ্গে লিখুন আপনার সচিনকে নিয়ে সেরা মুহূর্ত।
First Published: Thursday, November 14, 2013, 11:41